রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রশ্রয় দেওয়া হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী

গত আগস্ট মাসে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ১১২টি স্পটে ৩৯টি অভিযান চালিয়েছে। এ সময় অবৈধ ও বকেয়াজনিত কারণে ২৪ হাজার ৫৯০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া ও জরিমানা আদায় করা হয়েছে প্রায় ১৩ কোটি টাকা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানান।

এ সময় তিনি বলেন, মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। আপনার আশপাশে অবৈধ গ্যাস-সংযোগ থাকলে তিতাসের কলসেন্টারে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করুন।

এর আগে গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) তিতাস কোম্পানির মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-৫-এর আওতাধীন এলাকায় বকেয়া আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বিশেষ অভিযানে ৩০টি টিম অংশ নেয়। এ সময় মোট ১৩৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাৎক্ষণিকভাবে ২৬ লাখ ৯৭ হাজার টাকা বকেয়া আদায় করা হয়েছে।

অভিযান চলাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানি। ৩০ মাসের বিল বাকি থাকায় এ সংযোগ বিচ্ছিন্ন করে তারা।