তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন নসরুল হামিদ

জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনা খতিয়ে দেখতে বিদ্যুৎ বিভাগকে দুটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

আজ মঙ্গলবার (৪ অক্টোবর) বিকালে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, বিদ্যুৎ বিভাগের একটি এবং তৃতীয়পক্ষের একটি কমিটি বিভ্রাটের কারণ খুঁজে বের করতে কাজ করবে।

এর আগে আজ মঙ্গলবার বেলা ২টা ৪ মিনিটে গ্রিডে বিপর্যয় ঘটলে পূর্বাঞ্চলীয় গ্রিডের সঙ্গে যুক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশ বন্ধ হয়ে যায়৷ এতে দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। গ্রিডে বিপর্যয়ের কারণ জানা যায়নি।

আরও পড়ুন-

রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে

দেশের বড় অংশে বিদ্যুৎ বিপর্যয়

‘সমাধানের চেষ্টা চলছে, কতক্ষণ লাগবে বলা যাচ্ছে না’

ধৈর্য ধরার অনুরোধ বিদ্যুৎ বিভাগের