রাজধানীতে ঝোড়ো হাওয়ায় গাছ ভেঙে পড়ে ছিঁড়েছে বিদ্যুতের তার, ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রান্সফরমার। একইসঙ্গে বেশ কিছু উপকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় গতকাল সোমবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর অনেক এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে ঢাকার দুই বিতরণ কোম্পানি জানায়, সারারাত মেরামতের কাজ শেষ করে এখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় এসেছে। তবে ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং মিরপুর এলাকায় তিনটা বড় গাছ পড়েছে। ফায়ার সার্ভিসের মাধ্যমে সেসব গাছ কাটার কাজ চলছে। সেসব এলাকায় বিকল্প উপায়ে বিদ্যুৎ দেওয়া হচ্ছে বলে তারা জানিয়েছেন।
রাতে রাজধানীর রামপুরা, বনশ্রী, দক্ষিণ বনশ্রী, মোহম্মদপুর, উলন, উত্তরা, মিরপুর, গুলশানসহ বেশ কিছু এলাকার বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
এখন কী অবস্থা জানতে চাইলে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ঝোড়ো হাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয় তারের। বহু এলাকায় গাছ পড়ে আমাদের তার ছিঁড়ে গিয়েছিল। এখন আমরা মেরামতের কাজ শেষ করেছি। বিদ্যুৎ সরবরাহ এখন স্বাভাবিক। তবে ধানমন্ডি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটি বড় গাছ পড়ে গেছে। সেখানে আমরা ফায়ার সার্ভিসের সাহায্য চেয়েছি। এই দুই জায়গায় বিকল্প লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
তবে ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘সবই রিকভার করা গেছে। উপকেন্দ্রগুলো চালু হয়েছে। এখন আমরা ঢাকায় প্রায় ১ হাজার ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছি। এদিকে সিডিউল অনুযায়ী লোডশেডিং কিন্তু আগের মতোই চলবে, যদিও আজ আবহাওয়া ঠান্ডা থাকায় চাহিদাও কিছুটা কম।’
একই জানতে চাইলে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী বলেন, আমাদের উত্তরা, মিরপুর এবং গুলশানের বেশ কিছু এলাকায় গাছ পড়ে তারের ক্ষতি হয়েছিল। বেশ কয়েকট ট্রান্সফরমার জ্বলে গেছে। রাতভর মেরামতের কাজ শেষ করে এখন সব স্বাভাবিক অবস্থায় এসেছে। বিদ্যুৎ সরবরাহ এখন স্বাভাবিক। শুধু মিরপুরে একটি এলাকায় একটি বড় গাছ পড়েছে। সেখানে গাছ কাটার কাজ চলছে। এছাড়া আদাবরে পানি ওঠায় সেখানে মেরামতের কাজে একটু দেরি হচ্ছে।