ফেসবুক পেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি

পুঁজিবাজার নিয়ে সিদ্ধান্ত ও বক্তব্য জানাতে ফেসবুকে পেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন গুজব ছড়ানো হয়ে থাকে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদেরকে সঠিক তথ্য দিতে অফিসিয়াল ফেসবুক পেজ ও লিংকডইন আইডি খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থার নাম ব্যবহার করে গুজব ছড়িয়ে প্রতারণা বন্ধ হবে। এখান থেকে বিনিয়োগকারীরা সঠিক তথ্য পাবেন।

পাশাপাশি বিএসইসির নাম ব্যবহার করে যেসব ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেগুলো বন্ধেরও উদ্যোগ নেওয়া হবে।

মূলত, বিএসইসির নাম, লোগো ব্যবহার করে ফেসবুক পেজ বা অন্য কোনও সামাজিক মাধ্যমে পেজ খোলা অবৈধ। এ কারণে কমিশনের নাম ও লোগো ব্যবহার করে যেসব ফেসবুক, লিংকডইন, টুইটার সচল রয়েছে, সেগুলো অচিরে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।