মৌলভীবাজারে ৮১৯টি মণ্ডপে দুর্গাপূজা শুরু

মৌলভীবাজারমৌলভীবাজার জেলার ৮১৯টি পূজামণ্ডপে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। পাশাপাশি ব্যাক্তিগত উদ্যোগে রয়েছে ২ শতাধিক পূজা মণ্ডপ।

জেলার সবচেয়ে বড় পূজামণ্ডপ শহরের ফরেস্ট অফিস রোডস্থ ত্রিনয়নী শিববাড়িতে। এখানে পূজা দেখতে আসছেন অনেকেই। এবার শিববাড়িতে নির্মিত হয়েছে ৫০ ফুট উচ্চতার সিলেটের বৃহৎতম প্রতিমা।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিহির ক্রান্তি দেব মিন্টু বলেন, ‘সকল সার্বজনীন পূজামণ্ডপে সরকারের পক্ষ থেকে ৫শ’ কেজি চাল দেওয়া হয়েছে। এছাড়া মৌলভীবাজার পৌর এলাকার ১৪টি মণ্ডপকে পৌরসভার পক্ষ থেকে নগদ ১১ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।’

পূজাকে ঘিরে জেলার সকল উপজেলায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে পুলিশ বাহিনী, তাছাড়া বিশেষ টহলে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মৌলভীবাজারের জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকল পূজামণ্ডপে নিরাপত্তার জন্য আনসার ব্যাটালিয়ান রয়েছে। তাছাড়া পুলিশ, বিজিবি সবসময় মাঠে কাজ করবে।’

/এসএনএইচ/