সাভারে বিদেশি অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিসাভারে বিদেশি অস্ত্রসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি ও বক্তারপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ইয়ারগান, আধুনিক ছুড়ি, খেলনা পিস্তলসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ডাকাতরা হলো- সাভার পৌর এলাকার দক্ষিণ বক্তারপুর মহল্লার আমজাদ হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন মোল্লা (২৮) ও ব্যাংক কলোনি মহল্লার নুরন্নাহার (৪২)।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ডাকাতদেলর সদস্যরা ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি সংঘটিত করে আসছিল। গোপন সংবাদের ভিতিতে শুক্রবার দুপুরে সাভার পৌর এলাকার দক্ষিণ বক্তারপুর মহল্লায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিজ বাড়ি থেকে ডাকাত দলের সদস্য সাজ্জাদ হোসেন মোল্লাকে আটক  করে গোয়েন্দা পুলিশ। এর পর পরই তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের ব্যাংক কলোনি মহল্লায় আব্দুর রশিদের ভাড়াটিয়া বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাড়ি থেকে ডাকাত দলের অপর নারী সদস্য নুরন্নাহারকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তলসহ ডাকাতি সংঘটিত করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মহাবুবুর রহমান বলেন, ‘আটক ডাকাতদলের সদস্যরা এর আগেও বেশ কিছু বাড়িতে ডাকাতি করেছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করে আসামীদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

/এসএনএইচ/