লিপু হত্যাকারীদের দ্রুত বিচার দাবি এলাকাবাসীর

লিপু হত্যাকারীদের দ্রুত বিচার দাবিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শনিবার সকালে সদর উপজেলার আমতলা বাসস্ট্যান্ডে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের মকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচীতে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, এলাকাবাসী ও নিহতের স্বজনরা।

লিপু হত্যাকারীদের দ্রুত বিচার দাবিঘণ্টাব্যাপী এই মানবন্ধনে বক্তব্য রাখেন- ঝিনাইদহ জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দীন আজাদ, মানবধিকার কর্মী আমিনুর রহমান টুকু, স্থানীয় মকিমপুর হাইস্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান ও লিপুর চাচাত ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসুম মিয়া প্রমুখ। বক্তারা লিপু হত্যার রহস্য উদঘাটন করে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। পরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দু’পাশে যানযটের সৃষ্টি হয়।

গত বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হলের ডাইনিং রুমের পাশে নর্দমা থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। সে হরিণাকুন্ডু উপজেলার মকিমপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে।

/এসএনএইচ/