নাসিক নির্বাচন: নৌকার পক্ষে কাজের অঙ্গীকার আ. লীগ নেতাদের

নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বৈঠকনারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ নেতারা নৌকার পক্ষে কাজ করবেন। নিজেদের মধ্যে বিরোধ থাকলেও তারা কাজ করবেন দলের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নাসিক নির্বাচন পর্যবেক্ষণ দলের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের এক বৈঠকে স্থানীয় নেতারা এই অঙ্গীকার করেন।
বৈঠকে স্থানীয় নেতারা নির্বাচনী কাজে ‘সমন্বয়হীনতার’ অভিযোগ আনেন। আইভীর বিরুদ্ধেও অভিযোগ করেন তারা। তবে কেন্দ্রীয় নেতারা আপাতত অভিযোগ ভুলে নৌকার প্রার্থীকে জয়ী করতে কাজ করার অনুরোধ করেন সবার প্রতি। স্থানীয় নেতারাও আইভীকে বিজয়ী করতে কাজ করার প্রতিশ্রুতি দেন।
আজ শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাদের সঙ্গে কেন্দ্রীয় পর্যবেক্ষণ দলের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিরতিতে বিকেল সাড়ে ৫টায় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল সাংবাদিকদের ব্রিফিং করেন।
ব্রিফিংয়ে অসীম কুমার উকিল বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ এ নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। আমরা নারায়ণগঞ্জের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেছি। প্রতিটি ওয়ার্ডের নেতাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা প্রতিশ্রুতি দিয়েছেন ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার। আমরাও এই নির্বাচনের আগ পর্যন্ত কাজ করব। এ নির্বাচনকে নিয়ে অনেক মুখরোচক গল্প আছে। কিন্তু নারায়ণগঞ্জ আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। কারও মধ্যে কোনো বিভেদ নেই। সবাই একসঙ্গে কাজ করবে।’
সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, আইভী নৌকার মনোনয়ন পেলেও মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে কাউকেই বলেননি। নির্বাচনী কাজেও সমন্বয় নেই। এ কারণেই বিরোধ তৈরি হয়েছে। তবে সেগুলোকে উপেক্ষা করেই সবাই নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।
বৈঠকে কেন্দ্রীয় নেতাদের মধ্যে নির্বাচন সমন্বয়ের দায়িত্বে থাকা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মুহিবুল হাসান নওফেল, তথ্যবিষয়ক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগরের সাধারণ সম্পাদক খোকন সাহা,সহ-সভাপতি চন্দন শীল, যুগ্ম সম্পাদক আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতসহ সহযোগী সংগঠন ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন বৈঠকে।

আরও পড়ুন-

আইভীর বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ সাখাওয়াতের

শামীম ওসমান দমনেই ব্যস্ত ছিলেন আইভী: সাখাওয়াত

 

/টিআর/এএআর/