শত্রুতার জেরে আগুন, চার লাখ টাকার আখ পুড়ে ছাই

ঝিনাইদহঝিনাইদহের কালীগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামের পূর্ব শত্রুতার জেরে  চাষী শাহাজান শেখের ১০ বিঘা আখের জমিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফলে প্রায় সাড়ে চার লাখ টাকার আখ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার বেলা সাড়ে ১২ টার সময় বালিয়াডাঙ্গা গ্রামের পাশ্ববর্তী কৈ বিলের আখ ক্ষেতে এ ঘটনা ঘটে। পরে এলাকার সাধারণ মানুষ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্থ চাষী শাহজাহান শেখ জানান, ‌‌‌‌উপজেলার বালিয়াডাঙ্গা, বানুড়িয়া, সানবান্দা, দাঁদপুর ও চন্দ্রপাড়ার মধ্যবর্তী কৈ বিলে  তার ৬৫ বিঘাসহ শতাধিক বিঘা জমিতে আখ চাষ রয়েছে। শুক্রবার আনুমানিক বেলা সাড়ে ১২টার সময় কে বা কারা পূর্ব শত্রুতা জেরে  ক্ষেতে আগুন লাগিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে কৈ বিলের পাশ্ববর্তী গ্রামগুলোর শত শত মানুষের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। একই সময় কালীগঞ্জ ও কোটচাঁদপুর  ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট  ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সহায়তা করেন। ততক্ষণে প্রায় ১০ বিঘা জমির আখ পুড়ে যায় এবং  এতে তার কমপক্ষে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) সনজিত কুমার জানান, ‌খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ চষীর সঙ্গে কথা বলেছেন। চাষীর আবেদনের প্রেক্ষিতে এই আখ দর্শনার কেরু অ্যান্ড কোম্পানিতে মাড়াইয়ের জন্য পাঠানোর ব্যবস্থা করা হবে।

/এসএনএইচ/