আইভী যে নৌকায় উঠেছেন সেই নৌকা মানুষ চায় না: সাখাওয়াত

প্রচারণায় ব্যস্ত সাখাওয়াতপ্রতীক পাওয়ার পর মঙ্গলবার (৬ ডিসম্বের) ভোর থেকেই প্রচারণা শুরু করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে সাখাওয়াতের প্রচারণায় কেন্দ্রীয় নেতারাও যোগ দেন। ‘হারানো গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার জন্যই’ বিএনপি নাসিক নির্বাচনে অংশ নিচ্ছে বলে এসময় মন্তব্য করেন সাখাওয়াত। তিনি আরও বলেন, ‘আইভী যে নৌকায় উঠেছেন সেই নৌকাকে বাংলার মানুষ চায় না।’

মঙ্গলবার ভোর ৬টার পর থেকেই সাখাওয়াত হোসেন খান শহরের খানপুর হাসপাতাল রোড, চাষাঢ়া, খানপুর রেললাইন এলাকায় গণসংযোগ করেন। পরে সকাল ৮টায় তিনি শহরের ঐতিহ্যবাহী বোস কেবিনে নাস্তা সেরে সাড়ে ৮টায় যান শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায়। ওই সময়ে এলাকার দোকানপাট বন্ধ থাকলেও পথচারীদের সঙ্গে কথা বলেন সাখাওয়াত।প্রচারণায় সাখাওয়াত

সকাল ১১টায় শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিক প্রচারণায় বের হন সাখাওয়াত। বঙ্গবন্ধু সড়কের ২নং রেলগেট, গ্রীন্ডলেজ ব্যাংক মোড়, চাষাঢ়া হয়ে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় প্রচারণা।

ওই সময়ে সাখাওয়াত বলেন, ‘হারানো গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি নাসিক নির্বাচনে অংশ নিচ্ছে। কিন্তু বিগত একতরফা ও অবৈধ নির্বাচনি পরিবেশের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জবাসী আজ শঙ্কিত তারা আদৌ নিরাপত্তার সঙ্গে ভোটে অংশ নিতে পারবে কিনা? সন্ত্রাস-গুম-হত্যা ও গণতন্ত্র হরণে ক্ষুব্দ নারায়ণগঞ্জবাসীর মনে আজ পরিবর্তনের জোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের শক্তিতে বিশ্বাসী। নির্বাচন নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু হলে জনগণের ভোট শক্তির জোরেই ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত হবে।’

তিনি আরও বলেন, ‘আইভিকে নিয়ে কিছু বলবো না। কিন্তু তিনি যেই নোকায় উঠেছেন সেই নৌকাকে বাংলার মানুষ আজ চায় না।’সাখাওয়াতের প্রচারণায় বিএনপির কেন্দ্রীয় নেতারা

তিনি বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে নারায়ণগঞ্জবাসীর মধ্যে ঐক্য সৃষ্টির মাধ্যমে সন্ত্রাস-গুম-মাদক নির্মূল করে নারয়ণগঞ্জকে কলঙ্কমুক্ত করা হবে। ফ্লাইওভারসহ সব সরু রাস্তা প্রশস্তকরণের মাধ্যমে নারায়ণগঞ্জ শহর থেকে যানজট দূর করা হবে। শীতলক্ষ্যা ব্রিজ সৃষ্টির মাধ্যমে দুই পারের বিভক্তি মেটানো হবে। অযৌক্তিকভাবে চাপানো অসহনীয় সব ধরনের ট্যাক্স সহনীয় করা হবে। সামাজিক উন্নয়নে হাসপাতাল, মেডিক্যাল কলেজ, স্কুল প্রতিষ্ঠা করা হবে।’

মঙ্গলবার সাখাওয়াতের সঙ্গে প্রচারণায় অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার, সেক্রেটারি কাজী মনিরুজ্জামান, নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি এটিএম কামাল, সাবেক তিনজন এমপি গিয়াসউদ্দিন, আবুল কালাম, আতাউর রহমান খান আঙ্গুর, জেলা ছাত্রদল আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ হাসান রোজেল প্রমুখ।

আরও পড়ুন- 

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন: অভ্যন্তরীণ কোন্দল বেড়েছে আ.লীগে
খুলে দেওয়া হয়েছে সেই কলেজের তালা

/এফএস/