‘আমিই ত্বকী’ শীর্ষক পারফমিং আর্ট

‘আমিই ত্বকী’ শীর্ষক পারফমিং আর্ট‘পাটের ছালায় মোড়ানো একটি লাশ পড়ে আছে। চারদিকে মানুষ দেখছে। তবে কেউ সাহস করে খুলে দেখতে পারছে না কে বা কী এটা? তবে কিছুটা পরে ছলছল চোখে এক নারী ছালার ভাঁজ খুলে দেখতে পায় লাশ। লাশটাকে বুকে জড়িয়ে নেয়। এর পর আলোর মশাল ও ত্বকীর মুখোশে পরে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। আগুন জ্বলছে প্রতিবাদের আলো।’

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর স্মরণে ‘আমিই ত্বকী’ নামে পারফমিং আর্টে তুলে ধরা হয় এমন চিত্র।

‘আমিই ত্বকী’ শীর্ষক পারফমিং আর্টবৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক সংগঠন সমগীতের সভাপতি অমল আকাশ এ পারফমিং আর্ট প্রদর্শন করেন ।  পরে একই স্থানে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে ত্বকীর হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত অভিযোগপত্রের দাখিলের দাবিতে মাসিক কর্মসূচির অংশ হিসাবে মোমবাতি প্রজ্জলন করা হয়।

‘আমিই ত্বকী’ শীর্ষক পারফমিং আর্টএ সময় নিহত ত্বকীর বাবা ও সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি বলেন, ‘ত্বকী শব্দের অর্থ আলো। আর ত্বকীর হত্যাকারী অন্ধকার করে রাখতে চায় বলে ত্বকীর মতো আলোকে নিভিয়ে দেয়। তবে সকল অন্ধকার দূর করে একদিন ত্বকী হত্যার বিচার আলোয় উদ্ভাসিত হবে।’

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সম্বনয়ক নিখিল দাস, জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে ত্বকী শহরের শায়েস্তাখান সড়কের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরে ৮ মার্চ সকালে চাড়ারগোপে শীতলক্ষ্যা নদীর তীরে তার মরদেহ পাওয়া যায়।

/এসএনএইচ/