X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারীকে স্যালাইন-পানি দিলেন ৫ শিক্ষার্থী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৪, ২১:৫৩আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২১:৫৩

টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারী, দিনমজুর ও গাড়ি চালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছেন নবম শ্রেণির পাঁচ শিক্ষার্থী। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেল গেট, ডিআইটি ও দেওভোগ শেখ রাসেল পার্ক এলাকায় এসব বিতরণ করা হয়।

এই উদ্যোগ গ্রহণ করেছেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির পাঁচ শিক্ষার্থী। তারা হলেন- কারগিল খাঁন, আসওয়াদ খাঁন, অর্ণব খাঁন, দাইয়ান সিদ্দিক ও নিরব আহমেদ।

ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী কারগিল খাঁন বলেন, আমরা বন্ধুরা মিলে টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারী, গাড়িচালক, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে এক বোতল করে খাবার পানি ও স্যালাইন দিয়েছি। এতে আমাদের প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়েছে।

তিনি আরও বলেন, তীব্র তাপপ্রবাহের মধ্যে পথচারী, দিনমজুর, গাড়ি চালক ও ট্রাফিক পুলিশের খুব কষ্ট হয়। তাছাড়া তৃষ্ণার্ত মানুষকে পানি করানো একটি সওয়াবের কাজ। এ কারণে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। এতে আমাদের পরিবারের সদস্য ও এলাকাবাসী সহযোগিতা করেছে।

শিক্ষার্থী আসওয়াদ বলেন, তীব্র গরমের মধ্যে তৃষ্ণার্ত মানুষকে পানি পান করাতে পেরে খুব ভালো লাগছে। আমি মনে করি, রাজনীতিক ও সমাজের বিত্তবান শ্রেনির লোকদের এমন কাজে এগিয়ে আসা উচিত।

শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এগিয়ে এসেছেন এলাকাবাসী। এ বিষয়ে রাজিব মন্ডল নামে স্থানীয় একজন বলেন, তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে মানুষ আজ পানির জন্য হাহাকার করছে। এই সময় শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। 

এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে শহরের প্রাণ কেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারের আশেপাশে সহস্রাধিক মানুষের মাঝে খাবার পানি, শসা ও টুপি বিতরণ করা হয়। 

মানবিক সংগঠন টিম খোরশেদ এর টিম লিডার ও কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত নগরবাসীর মাঝে পানি, টুপি ও শসা বিতরণ করা হয়েছে। যতদিন তাপপ্রবাহ থাকবে আমরা ততদিন সেবা অব্যাহত রাখবো।

/এফআর/
সম্পর্কিত
ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখলো বিশ্ব
সড়ক সম্প্রসারণকাজে ৩৪৩ গাছের মৃত্যু, জনমনে ক্ষোভ
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
সর্বশেষ খবর
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
নিহত পাইলটের লাশ হস্তান্তর, থানায় মামলা
নিহত পাইলটের লাশ হস্তান্তর, থানায় মামলা
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান