খুলনায় শীতের প্রকোপ বেড়েছে

খুলনাভারতের কাশ্মীরসহ উত্তর অঞ্চলের শৈত্যপ্রবাহের জেরে বাংলাদেশেও তাপমাত্রার পারদ দ্রুত নেমেছে। শনিবার খুলনায় তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে। সোমবারের আগে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ জানান, ‘শনিবার খুলনার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সে, যা এ বছরের সবনিম্ন তাপমাত্রা। অন্যান্য দিনের মতো শনিবার কুয়াশা ছিল না। সুর্যোদয় স্বাভাবিক হলেও শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা ছিল। রাতের বেলা শীতের মাত্রা আরও বেড়ে যায় ।’
মহানগরীর ফরাজিপাড়া এলাকার সুলতান শেখ জানান, ‘শনিবার অন্যান্য দিনের মতো তাপমাত্রা দিনের বেলা স্বাভাবিক ছিল। তবে রাতের বেলা শীতের তীব্রতা বেশি ।’
খুলনার বাজারগুলোতে শীতের পোষাকের বিক্রি বেড়েছে। ময়লাপোতা এলাকার আবুল কালাম বলেন, ‘হঠাৎ করেই শীতের চাপ বেড়েছে। দুদিন আগে পর্যন্ত এত শীত অনুভূত হয়নি।  ফলে শীতের পোষাক কেনার পরিকল্পনা ছিল না। শুক্রবার রাত থেকে শীত বেড়ে যাওয়ায় শনিবার মার্কেট থেকে শীতের পোষাক কিনতে হয়েছে।’

এপিএইচ/

আরও পড়ুন:  যেভাবে তামিমের সঙ্গে দেখা হয়েছিল রাজীব গান্ধীর