ফেনীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

গ্রেফতারের প্রতীকী ছবিফেনীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বিভিন্ন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সপ্তাহব্যাপী এ অভিযান চলবে।’

পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার ছনুয়া, মোটবী, ফাজিলপুর, ফরহাদনগরসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- পশ্চিম ছনুয়া গ্রামের নুর করিমের ছেলে মো. নুরুল আফসার, ফরহাদনগরের আমিন আহম্মদের ছেলে আনোয়ার হোসেন, মোটবীর সাতসতি গ্রামের এয়াকুব আলীর ছেলে মো. বাবুল, একই এলাকার আমিন উল হকের ছেলে এনামুল হক, আবদুল আউয়ালের ছেলে কাউছার হামিদ, আবদুল আউয়ালের ছেলে ছিদ্দিক আহমদ, আবদুর রবের ছেলে আবদুল আউয়াল, মধুয়াই এলাকার আবু তাহেরের ছেলে মো. বেলাল হোসেন, শিলুয়া বেদরাবাদ এলাকার লুৎফুল হকের ছেলে এনামুল হক ভূঞা, আহম্মদপুর এলাকার সিরাজুল হকের ছেলে মোজাম্মেল হক, শাহাপুরের জামাল উদ্দিনের ছেলে জহির উদ্দিন ডালিম, একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. আলীম, আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম, আমির হোসেনের ছেলে আবু জাফর, আবদুর রহমানের ছেলে সফিক উল্লাহ, দক্ষিণ চাঁড়িপুরের ফজলুল হকের ছেলে নাজিম উদ্দিন মুন্না। বাকিদের নাম জানা যায়নি।

/এসএনএইচ/