ব্যবসায়িক কারণে খুন হন ছাত্রলীগ নেতা ইমন, দাবি পরিবারের

ছাত্রলীগ নেতা ইমন

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসিবুল হাসান ইমনকে ব্যবসায়িক লেনদেনের কারণে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের। তবে পুলিশ এখন পর্যন্ত এ হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি। তদন্তেও উল্লেখযোগ্য কোনও অগ্রগতি নেই। পুলিশ মঙ্গলবার ও বুধবার তিনজনকে গ্রেফতার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন সুলতানপুর এলাকার শেখ বখতিয়ার হাসান বিপ্লব, শেখ মোস্তাফিজুর রহমান মুরাদ ও রেজাউল ইসলাম মোল্লা রনি।

এদিকে, নিহত ইমনের চাচা আলমগীর হাসান আলম মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় ১৫ জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করেছেন।

ইমন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও পুলিশ এখনও হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি (তদন্ত) আলমগীর কবির বাংলা ট্রিবিউনকে জানান, কয়েকটি বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে বিপ্লব, মুরাদ ও রনিকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

নিহত ইমনের ছোট ভাই জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামিদুল হাসান রিমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বড় ভাই ইমনের শহরের সুলতানপুর বাজারের কাঁচামালের আড়ৎ রয়েছে। গ্রেফতার প্রতিবেশী শেখ বখতিয়ার হাসান বিপ্লব আমার ভাইয়ের সঙ্গে আড়তের ব্যবসা করতেন।’

ইমনের চাচা আলমগীর হাসান আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার দিন সোমবার বিপ্লবকে দেড় লাখ টাকা দেওয়ার কথা ছিল ইমনের। কিন্তু সে ৫০/৬০ হাজার টাকার বেশি যোগাড় করতে পারেনি। সে কারণে বিপ্লবের সঙ্গে ইমনের ঝগড়া হয়। এরপর ওই রাত সাড়ে ৮টার দিকে ০১৮৪৩৫৬১৬৭৬ নম্বরে থেকে ফোন করে ইমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরদিন মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের আমতলা বিলের একটি ঘের থেকে ইমনের লাশ উদ্ধার করে পুলিশ।’

আলমগীর আরও জানান, হত্যার পরদিন মঙ্গলবার ভোরে তাদের বাড়িতে বিপ্লব, মুরাদ ও রনিসহ চার পাঁচজন আসে। তারা ইমন কোথায় খুঁজতে থাকে। এর কিছুক্ষণ পর খবর আসে যে ইমনের লাশ পড়ে রয়েছে ধুলিহরের মাছের ঘেরে। তবে তার পকেটে ওই ৫০ থেকে ৬০ হাজার টাকা পাওয়া যায়নি বলে তাদের জানায় পুলিশ।

উল্লেখ্য, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসিবুল হাসান ইমন শহরের সুলতানপুরের শেখ ইকবাল হাসান লিটনের ছেলে। তিনি খুলনা কমার্স কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।সোমবার রাতে তাকে শহরের সুলতানপুরের বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। মঙ্গলবার সাতক্ষীরা সদরের ধুলিহরের আমতলা বিলের একটি ঘের থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

 /বিটি/টিএন/

আরও পড়ুন: তেজকুনি পাড়ায় ক্রিকেট খেলতে গিয়ে কিশোরকে পিটিয়ে হত্যা