এমপি লিটন হত্যা মামলায় আরও এক জামায়াতকর্মীর রিমান্ড আবেদন

গাইবান্ধার এমপি মনজুরুল ইসলাম লিটনগাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় গ্রেফতার আরও এক জামায়াতকর্মী সাইফুল ইসলামের (২৫) রিমান্ড আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে আসামিকে আদালতে উপস্থিত করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। করে। বিচারক এই আবেদনের শুনানির দিন ধার্য করেছেন সোমবার।
গাইবান্ধা আদালত পুলিশ পরিদর্শক শাহ আলম এ খবর বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার পুলিশ সাইফুল ইসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে। এসময় গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক মইনুল আহসান ইউসুব রিমান্ড শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন। সাইফুলের আগেও সুন্দরগঞ্জ পূর্ব থানার জামায়াত আমির মো. সাইফুল ইসলাম মণ্ডলের (৪৫) ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
এর আগে, সকালে পুলিশ অভিযান চালিয়ে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউপির রামভদ্র গ্রামের নিজ বাড়ি থেকে সাইফুলকে গ্রেফতার করে। সাইফুল সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইউনুস আলীর ছেলে।
এদিকে, সাইফুলকে গত ১০ জানুয়ারি দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউনিয়নের তাজপুর গ্রামে তার বড় বোনের বাড়ি থেকে পুলিশ আটক করে বলে অভিযোগ করেছিল তার পরিবার। বুধবার এক সংবাদ সম্মেলনে তার মা রেবেকা বেগম জানান, ওই দিনের পর থেকেই সাইফুলের কোনও খোঁজ তারা পাননি।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দৃর্বৃত্তদের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪ থেকে ৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন-

এমপি লিটন হত্যা: উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুদ রিমান্ডে

এমপি লিটন হত্যা মামলায় জামায়াতের আমির আটক



/টিআর/