পুলিশ সপ্তাহ: এবারও প্যারেডের নেতৃত্ব দেবেন এসপি শামসুন্নাহার

এসপি শামসুন্নাহারআজ থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের প্যারেডে এবারও অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। চাঁদপুর পুলিশ মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে। গত বছরও তিনি পুলিশ প্যারেডে নেতৃত্ব দিয়েছিলেন। যা ছিল কোনও নারী পুলিশ সদস্যের প্রথম নেতৃত্ব।

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের স্বীকৃতি স্বরূপ শামসুন্নাহারসহ অন্য সদস্যদের বিপিএম এবং পিপিএম পদক পরিয়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বছর পুলিশ সপ্তাহের প্যারেডে নেতৃত্ব দিচ্ছেন এসপি শামসুন্নাহারউল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স শেষ করে ২০তম বিসিএস দিয়ে পুলিশে যোগ দেন শামসুরনাহার। পরে তিনি সহকারী পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বেশিরভাগ সময় জাতিসংঘের মিশনে বিভিন্ন দেশে কর্মরত ছিলেন। ২০১৫ সালের জুন মাসে চাঁদপুরের প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ফরিদপুর জেলার এক মুক্তিযোদ্ধা পরিবারে জন্ম গ্রহণ করেন শামসুরনাহার।

/এসএনএইচ/