মুক্তিযোদ্ধা মাহফুজুল বারী আর নেই

মুক্তিযোদ্ধা মাহফুজুল বারীপথিকৃৎ মুক্তিযোদ্ধা মাহফুজুল বারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)।  সোমবার রাজধানীর হার্ট ফাউণ্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আগরতলা মামলার ২২ নম্বর আসামি ছিলেন এবং ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু তাঁকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃত্বে নিয়ে আসেন। ৭৫ এর নভেম্বরে তিনি দেশ ত্যাগ করে প্রথমে ভারত তারপর যুক্তরাষ্ট্র হয়ে কানাডায় অভিবাসী হন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশে আসেন। দেশে এসে তিনি মাইজদিতে বেড়াতে যান। সেখানে শরীর খারাপ হওয়ায় স্থানীয় চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। গত রবিবার তাকে হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। পরে সোমবার ভোর ৬টার দিকে তিনি মারা যান। তবে বাংলাদেশে তাকে নূন্যতম স্বীকৃতি না দেওয়ায় লাশ কানাডায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মরহুম মুক্তিযোদ্ধার পরিবার।

পারিবারিক সহযোদ্ধা সাগর লোহানী বলেন, ‘এটা খুবই দুঃখজনক। তার মতো মুক্তিযোদ্ধাকে আমরা যথাযথ সম্মান দেখাতে পারিনি। তার লাশ যেন মাতৃভূমিতেই দাফন করা হয় সে বিষয়ে আমরা চেষ্টা করবো।’

/ইউআই/এসএনএইচ/