কলেজ জাতীয়করণ ও শিক্ষক হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় হরতাল পালিত

ফুলবাড়িয়ায় হরতালময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ জাতীয়করণ ও শিক্ষক আবুল কালাম আজাদের হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় আধা বেলা হরতাল পালিত হয়েছে।

হরতালের সমর্থনে সকাল থেকেই বিভিন্ন সড়কে গাছের গুড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে, বাঁশ বেঁধে ও টায়ারে আগুন জ্বালিয়ে দিয়ে যান চলাচল বন্ধ করে দেন হরতাল সমর্থকরা। ফুলবাড়িয়া থেকে কোনও ভারি যানবাহন ছেড়ে যায়নি। হরতাল সমর্থনে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে স্বতস্ফূর্ত হরতাল পালন করতে দেখা গেছে। যান চলাচল বন্ধ থাকায় পথচারীরা দুর্ভোগে পরে। হরতালের কারণে সকাল থেকেই উপজেলা সদরের সকল দোকানপাট বন্ধ ছিল।ফুলবাড়িয়ায় হরতাল

ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণ দাবি আদায় কমিটির আহ্বায়ক এএসএম আবুল হাশেম জানান, ‘দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবেই সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত অর্ধ দিবসের হরতালের ডাক দেওয়া হয়। সর্বস্তরের মানুষ হরতাল পালনে সহায়তা করেছে। এরপরও যদি দাবি মানা না হয় তবে শনিবার আবারও নতুন কর্মসূচি দেওয়া হবে।’   

কলেজ সরকারিকরণ আন্দোলন চলাকালে গত বছরের ২৭ নভেম্বর পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ এবং পুলিশের লাঠিচার্জে কলেজ শিক্ষক অধ্যাপক আবুল কালাম আজাদ ও পথচারী সফর আলী নিহত হন।

/এফএস/

আরও পড়ুন- 


সার্চ কমিটি নিয়ে কোনও বিতর্ক হতে পারে না: আ.লীগ