কাল চট্টগ্রাম বন্দরে ভিড়বে রোহিঙ্গাদের ত্রাণবাহী মালয়েশীয় জাহাজ

নটিক্যাল আইলা-২

মালয়েশিয়া থেকে রোহিঙ্গাদের জন্য পাঠানো ত্রাণবাহী জাহাজ ‘নটিক্যাল আইলা’ চট্টগ্রাম বন্দরে আগামীকাল মঙ্গলবার নোঙ্গর করবে। জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়াতে নোঙ্গর করার কথা থাকলেও সোমবার এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।    

চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজটি কুতুবদিয়ায় নোঙ্গর করার কথা ছিল, কিন্তু এটা চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।

এ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি (এমএইউ) রিয়ার অ্যাডমিরাল খোরশেদ আলম ও মালয়েশিয়ার হাই কমিশনার উপস্থিত থাকবেন।

ওয়াটার ট্রান্সপোর্ট সেল এর এক্সসিকিউটিভ ডিরেক্টর মাহবুব রশিদ খান বলেন, ‘জাহাজটিতে ১ হাজার ৪৭২ টন রিলিফ গুডস (ত্রাণের পণ্য) রয়েছে।’

/এমডিপি/ টিএন/