তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ: অগ্নিদগ্ধ ৫


জাহাজের ইঞ্জিন রুমে আগুনবরিশালের  কীর্তনখোলা নদীতে যমুনা অয়েল কোম্পানির তেলবাহী ট্যাংকার এমটি অ্যাংকরেজের ইঞ্জিন রুমে  বিস্ফোরণ ঘটলে ট্যাংকারটিতে আগুন ধরে যায়। ঘটনায় ট্যাংকারে থাকা ৫ ব্যক্তি আগুনে পুড়েছেন। ছিদ্র হয়ে গেছে । শনিবার রাত সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটেছে।
ফায়ার ব্রিগেডের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকাদার জানান, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। আরও একটি লাইটারেজ ট্যাংকার এনে তেল খালাস করা হচ্ছে। ট্যাংকারটিতে ৯ লাখ লিটার পেট্রোল ও ডিজেল রয়েছে,যা ”ট্টগ্রাম থেকে বরিশালে  যমুনা অয়েল কোম্পানির ডিপোতে খালাসের জন্য আনা হয়েছিল।
ফায়ার ব্রিগেডের ৫ টি ইউনিটের ২৫ সদস্যরা দ্রুত আগুন নিভিয়ে ট্যাংকারের ছিদ্রপথ সাময়িক ভাবে বন্ধ করতে সক্ষম হন।
বিস্ফোরণের ঘটনায় ট্যাংকারের ৫ সদস্য আহত হয়েছেন । তাদের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/এপিএইচ/