বগুড়ায় গ্রেনেড ও গুলি উদ্ধার, মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা

বগুড়ায় উদ্ধার হওয়া গুলি ও গ্রেনেডবগুড়ায় মুক্তযুদ্ধকালীন এলএমজির ২৪ রাউন্ড গুলি, ৬টি গ্রেনেড, এলএমজির ১০টি ও এসএমজির ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে শহরতলির গোকুলের বড় ধাওয়াকোলা গ্রামে নির্মাণাধীন একটি বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, এগুলো মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে বলে মনে করছেন তারা।

অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গোকুলের বড় ধাওয়াকোলা গ্রামে মৃত কলিম উদ্দিন খানের ছেলে আশিক খান বাড়ি নির্মাণ করছেন। রবিবার সকালে বাড়ির পাশে সেপটিক ট্যাংক নির্মাণের জন্য শ্রমিকরা কাজ করছিলেন। মাটি খননের সময় প্রায় দেড় ফুট নিচে মাটির পাতিল দেখতে পাওয়া যায়। পাতিল তুলে ভেতরে গ্রেনেড, গুলি ও ম্যাগাজিনগুলো পাওয়া যায়।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, আনুসঙ্গিক বিষয়গুলো দেখে এসব গুলি, গ্রেনেড ও ম্যাগজিনগুলো স্বাধীনতা যুদ্ধের সময়ের বলেই মনে করছেন তারা।

/এফএস/

আরও পড়ুন- 


আ. লীগের ধানমণ্ডি কার্যালয়ে নেতাদের বিরুদ্ধে যত অভিযোগ