বিএনপি চায় আমরা ভিক্ষা করি: এলজিআরডি মন্ত্রী

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন‘বিএনপি চায় আমরা ভিক্ষা করি আর শেখ হাসিনার লক্ষ্য আমরা ভিক্ষা দেবো। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখন সারাদেশে উন্নয়নের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি’— বলছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা শিল্পকলা একাডেমি উন্মুক্ত মঞ্চে ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট (আইএসপিপি) তথা যত্ন প্রকল্পের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী এই মন্তব্য করেন।

শেখ হাসিনার সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও জানিয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘শেখ হা‌সিনার সরকার ইতোমধ্যেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সরকার বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, নারীদের বিধবা ভাতাসহ উপবৃত্তি প্রকল্প চালু রেখেছে।’

এদিন মন্ত্রী জানান, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ২ হাজার ৩৭৭ কোটি টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ কর্মসূচি থেকে উপকৃত হবে হতদরিদ্র পরিবারের অন্তঃসত্ত্বা নারী, পাঁচ বছরের কম বয়সী শিশু ও তাদের মায়েরা। স্থানীয় কমিউনিটি ক্লিনিকগুলো তাদেরকে এ সহায়তা প্রদান করবে।

যত্ন প্রকল্পের এ অনুষ্ঠানে চরভুরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের ৫১ জন উপকারভোগীর মাঝে ক্যাশ কার্ড প্রদান করেন এলজিআরডি মন্ত্রী। বায়োমেট্রিক পদ্ধতিতে স্থানীয় পোস্ট অফিস থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন তারা। এরপর ভুরুঙ্গামারীর জয়মনিরহাটে স্বপ্ন প্রকল্পের উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন মন্ত্রী।

কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিও ফ্যান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলী, প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম প্রমুখ।

/জেএইচ/