ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তদের ছোড়া চুনে ঝলসে গেল মাদ্রাসাছাত্রীর চোখ

ফেনীফেনীর সোনাগাজীতে এক মাদ্রাসাছাত্রীর চোখ চুন দিয়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ওই ছাত্রী দাখিল পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় কাস্মির বাজার এলাকায় দুর্বৃত্তরা চুন ছুড়ে দিলে ওই ছাত্রীর চোখ ঝলসে যায়। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত মাদ্রাসাছাত্রীকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনা প্রসঙ্গে ওসি হুমায়ুন কবির বলেন, ‘আহত স্কুল ছাত্রীকে পুলিশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।’
ফেনী সদর হাসপাতালের আরএমও ডা. অসীম কুমার সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহত মাদ্রাসাছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার দুই চোখের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন-

টাকা আদায়সহ অনিয়মের অভিযোগে রামগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়া স্থগিত

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত

/টিআর/