আবারও চলবে ‘রূপসা’ ও ‘বরেন্দ্র’ আন্তঃনগর ট্রেন

নীলফামারীআগামী ১ মার্চ থেকে ডোমারের চিলাহাটি পর্যন্ত আবারও চলবে ‘রূপসা’ ও ‘বরেন্দ্র’সহ ৫টি আন্তঃনগর ট্রেন । ফলে  নীলফামারী জেলার ডোমার উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। একই দিন থেকে চলবে বেসরকারি ট্রেন ‘রকেট’। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ এখনও সিন্ধান্ত জানায়নি।

জানা যায়, নতুন ইন্দোনেশিয়ান রেক ১২/২৪ কোচ দিয়ে চলবে রুপসা ট্রেনটি। এছাড়া তিতুমীর ও নীলসাগর ট্রেনটি যথারীতি রয়েছে সিডিউলের মধ্যে।

পার্বতীপুর রেল বিভাগের প্রধান টিকিট কালেক্টর (টিসি) আমিরুল হক জাহেদী বিষয়টি নিশ্চিত করে জানান,‘ ১ মার্চ থেকে এটা কর্যকর হতে পারে। সিডিউল অনুযায়ী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সকাল ৫টা ৫০ মিনিটে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশ্যে, রুপসা ট্রেনটি সকাল ৮টায় চিলাহাটি থেকে খুলনার উদ্দেশ্যে, সিমান্ত এক্সপ্রেস সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চিলাহাটি থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে।’

অপরদিকে, তিতুমীর ট্রেনটি দুপুর ২টায় চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। নীলসাগর ট্রেনটি রাত ৯টা ২০মিনিটে চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলেও জানান তিনি।

রাজশাহীর চিফ ট্রেন কন্ট্রোলার মীর মো. আলী আকবর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ১লা মার্চ নীলফামারীর চিলাহাটি থেকে রুপসা ও বরেন্দ্রসহ পাঁচটি ট্রেন চলাচল করবে।’

ডোমারের সাবেক ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ট্রেনগুলো চিলাহাটি থেকে চালু হলে ডোমারের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। সময়ের সঙ্গে অর্থও বাঁচবে।’

/এসএনএইচ/