চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস বিলে পড়ে নিহত ৩

বিলে পড়ে যাওয়া বাস উদ্ধারে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের তৎপরতাচাঁপাইনবাবগঞ্জের মাহাডাঙ্গা এলাকায় পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিলের মধ্যে পড়ে গেলে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও কমপক্ষে ১১ জন। আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ দুর্ঘটনায় নিহতরা হলেন— গোমস্তাপুর উপজেলার নয়দিয়াড়ি সিরোটোলা গ্রামের মৃত জহুরুদ্দিন মন্ডলের ছেলে মো. এন্তাজুল মন্ডল, একই এলাকার মৃত রাশিদ আলীর ছেলে হাশিম আলী ও নজরুল ইসলামের ছেলে আব্দুল করিম।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে। তাদের সবাইকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সদর উপজেলার বাবুডাইং থেকে বনভোজন শেষে নয়দিয়াড়ি এলাকার একটি বাস মাহাডাঙ্গা এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি বিলে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আরও কমপক্ষে ১১ জন আহত হয়েছে এ ঘটনায়।’ ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটি উদ্ধারের চেষ্টা করছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক অহেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। এখন পর্যন্ত ৩ জনের মৃতদেহ ও গুরুতর আহত অবস্থায় ১১ জনকে উদ্ধার করা হয়েছে। বাসের মধ্যে আরও কোনও মৃতদেহ রয়েছে কিনা তা বাসটি উদ্ধারের আগ পর্যন্ত বলা যাবে না।’

আরও পড়ুন-

এমপি লিটন হত্যা: সাবেক আ.লীগ নেতাকে খুঁজছে পুলিশ

বদরুলের শাস্তি চাই: নার্গিস

/টিআর/