সাতক্ষীরায় জঙ্গিবাদ, মাদকের স্থান নেই: অতিরিক্ত আইজি

সাতক্ষীরায় বার্ষিক পুলিশ সমাবেশ ২০১৭-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানদেশকে জঙ্গিবাদ ও মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে পুলিশের আইজি এ কে এম শহীদুল হক সারাদেশ চষে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন পুলিশের অতিরিক্ত আইজি (এইচআরএম) মইনুর রহমান। তিনি বলেন, ‘সাতক্ষীরা আমার নিজের জেলা। এ জেলায় জঙ্গিবাদ ও মাদকের কোনও স্থান নেই। নিজের জেলা হওয়ায় এই জেলার প্রতি আমার বিশেষ নজর থাকবে।’
সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে বার্ষিক পুলিশ সমাবেশ ২০১৭ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের অতিরিক্ত আইজি (এইচআরএম) মইনুর রহমান এসব কথা বলেন।
অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজি বলেন, ‘বাংলাদেশ পুলিশের আইজি এ কে এম শহীদুল হক দেশকে জঙ্গি ও মাদকমুক্ত করতে অভিযান চালিয়ে যাচ্ছেন। দেশ জঙ্গিমুক্ত হয়েছে। এখন দেশকে মাদকমুক্ত করতে হলে জনগণের সহযোগিতা প্রয়োজন।’
মইনুর রহমান আরও বলেন, ‘ঢাকায় সর্বশেষ অনুষ্ঠিত বার্ষিক পুলিশ সমাবেশে সারাদেশের পুলিশ সুপারদের, বিশেষ করে মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশকে বাস্তবায়ন করতে আমিও জেলায় জেলায় যাচ্ছি।’
অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৭৪ সালে রাজারবাগ পুলিশ লাইনে বলেছিলেন, তোমরা ব্রিটিশ পুলিশ না, তোমরা পাকিস্তানি পুলিশ না, তোমরা বাংলাদেশি। বঙ্গবন্ধু এই কথার মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন যে আমরা এই দেশের জনগণেরই অংশ। আমাদের জনগণের প্রকৃত বন্ধু হতে হবে।’ এসময় পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে সমাবেশে জেলা পুলিশ সুপার আলতাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মনির-উজ-জামান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি (প্রশাসন ও অপারেশন্স) একরামুল হাবীব, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি (অপরাধ) হাবিবুর রহমান। এসময় প্রতিবেশী জেলাগুলোর পুলিশ সুপারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

টেকনাফে ৬ হাজার ইয়াবাসহ আটক ৩

না.গঞ্জে গয়েশ্বর ও শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা করল বিএনপির পদবঞ্চিতরা

/টিআর/