তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারে ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার ভাঙচুর করেছে একদল যুবক। মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। তারা কাউন্টারটির দরজা-জানালা ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বেসরকারি ব্যবস্থাপনায় চলাচল করা তিতাস কমিউটার ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া কাউন্টারের পরিচালক মীর মো. শাহীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিদিনই তিতাস কমিউটার ট্রেনের আগাম টিকিট দেওয়া হয়। মঙ্গলবার ইমন নামে এক যুবক লাইনে না দাঁড়িয়ে টিকিট নিতে চেয়েছিল। এক পর্যায়ে কাউন্টারের ভেতরে ঢুকে কাউন্টারের দায়িত্বরতর সঙ্গে দুর্ব্যবহার শুরু করে সে। তার নেতৃত্বে তখন একদল যুবক কাউন্টারের দরজা-জানালা ভেঙে দেয়।’
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছানাউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ‘তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারে ভাঙচুরের ব্যাপারে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছানাউল ইসলাম মঙ্গলবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় এখনও কেউ আমাদের কাছে অভিযোগ করেননি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় তিতাস কমিউটার ট্রেন কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে ইমনসহ হামলাকারীদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
/জেএইচ/