ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর

যমুনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়ার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শুক্রবার (১৭ মার্চ) বেলা ১২টা ৫৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার শহীদুল ইসলাম।

এর আগে সকাল পৌনে ৭টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে এক্সেল বক্স মাত্রাতিরিক্ত গরম হওয়ায় যমুনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্টেশন মাস্টার শহীদুল ইসলাম জানান, রেল প্রকৌশল বিভাগের লোকজন বগি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বগি লাইনচ্যুত হওয়ার পর এ রুটের ৯টি ট্রেনের যাত্রাবিলম্ব ঘটে। তবে ঢাকা থেকে অন্য সকল লাইনে ট্রেন চলাচল স্বভাবিক ছিল।

/এমএ/