সুন্দরগঞ্জ উপ-নির্বাচনে আ. লীগ কর্মীদের বিরুদ্ধে জাল ভোটের অভিযোগ

সুন্দরগঞ্জের একটি ভোটকেন্দ্র

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে তিন ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২২ মার্চ) বিকাল ৩টার দিকে সংশ্লিষ্ট রির্টানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। রিটানিং অফিসার জিএম সাহাতাব উদ্দিন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ছাপরহাটি, চন্ডিপুর ও কঞ্চিবাড়ী ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ ও তার কর্মী-সমর্থকরা। শুধু তাই নয়, তারা অন্য ইউনিয়নের কয়েকটি নির্বাচনি অফিসের ভোটার তালিকা তছনছ ও অফিস ভাঙচুর করেছেন।

হরিপুর ও খামার এলাকার কেন্দ্রে জাল ভোট পড়েছে বলেও লিখিত অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, ছাপরহাটি ইউনিয়নের চেয়ারম্যান কনক কুমার কেন্দ্রে প্রবেশ করে ভোটারদের কাছে প্রকাশ্যে ভোটও চেয়েছেন।

/এমএ/