সুন্দরগঞ্জে জিতলেন আ.লীগের গোলাম মোস্তফা

গাইবান্ধা-১ উপ-নির্বাচনে জয়ী প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাতীয় সংসদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. গোলাম মোস্তফা আহমেদ জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। প্রায় ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা। সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুমে রিটার্নিং ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাহাতাব উদ্দিন এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
জাতীয় সংসদের এই আসনে উপ-নির্বাচনে গোলাম মোস্তফা আহমেদ মোট পেয়েছেন ৯০ হাজার ১৭১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৬০ হাজার ১০০ ভোট।
সাহাতাব উদ্দিন জানান, গাইবান্ধা-১ আসনের মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৩৮১ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৬১৮ জন। ভোট প্রদানের হার ৪৯.৯৭ ভাগ।
এই উপ-নির্বাচনে মোট সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোলাম মোস্তফা ও শামীম হায়দার ছাড়া বাকি পাঁচ জন হলেন— জাসদের মোহাম্মদ আলী প্রামাণিক (মশাল প্রতীক), জাতীয় পার্টি-জেপির ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (বাইসাইকেল প্রতীক), গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ প্রতীক), এনপিপির জিয়া জামান খাঁন (আম প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মোহসিন (আপেল প্রতীক)।
উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। এতে আসনটি শূন্য হয়।
/টিআর/