ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহত ১০

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মেহেরাবাড়িতে সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৩ জন।

দুর্ঘটনা কবলিত ট্রাক

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা স্ক্যান সিমেন্ট বোঝাই দ্রুতগামী ট্রাক (নম্বর- ঢাকা মেট্রো-১১-০৩২৯) নিয়ন্ত্রণ হারিয়ে ভালুকার মেহেরাবাড়ি এলাকায় সড়কের পাশে উল্টে যায়। এতে সিমেন্টের বস্তার নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৩ শিশু, ৩ নারীসহ ৯ নিহত হয়েছেন। এসময় আহত ৪ জনকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় অপরজন মারা যান।

নিহতদের মৃতদেহ ভালুকা থানায় রাখা হয়েছে। নিহতদের মধ্যে ৪ জনের নাম পরিচয় জানা গেছে। তারা হচ্ছেন- শেরপুর জেলার সিরাজুল (৩০), শাহজাহান হোসেন (৪০), আব্দুল কুদ্দস (৩৫) ও সেলিম মিয়া (২৩)। হতাহতরা সবাই ট্রাকে করে শেরপুর ও জামালপুর যাচ্ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহতদের ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উদ্ধার কাজ চালায়। ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মকর্তা জয়নাল আবেদিন এই তথ্য নিশ্চিত করেছেন।

/এমও/টিএন/এমএনএইচ/