কুসিক নির্বাচন: জঙ্গি আস্তানার পাশের ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়ার অভিযোগ

 

কুসিক নির্বাচনে একটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতিকুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে কোটবাড়ি দক্ষিণ বাগমারার ধনিয়াবাড়ি ও পিরোজপুর গ্রামের ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকায় জঙ্গি আস্তানা ঘিরে রাখায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছেন। এ দুটি গ্রাম ২৪ নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কেন্দ্রে ভোট দিতে আসা ওই দুই গ্রামের কয়েকজন অধিবাসী বাংলা ট্রিবিউনের কাছে এ অভিযোগ করেন।

পিরোজপুর গ্রামের অধিবাসী মো. জসিম মিয়া এবং ধনিয়াবাড়ির গ্রামের হাবীবুর রহমান ও শহিদুল্লাহ অভিযোগ করে বলেন, ‘আমাদের দুই গ্রামের মাঝামাঝি স্থানে জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে আইন-শ্রঙ্খলা বাহিনী। কিন্তু এলাকা থেকে বের হতে চইলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তায় আটকে দিচ্ছেন।’

তবে ভোটের শুরুতে প্রায় সব কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এ প্রসঙ্গে কুমিল্লার পুলিশ সুপার আবিদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ সত্য নয়। জঙ্গি আস্তানা চিহ্নিত হওয়ার পর পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে। সেখানে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এটাকে গ্রামের মানুষ পুলিশের বাধা হিসেবে দেখছেন।’

তিনি আরও বলেন, ‘সেখানে আসা যাওয়ায় তল্লাশী করা হচ্ছে এটা সত্য, কিন্তু বাধা দেওয়ার অভিযোগ মিথ্যা।’

জঙ্গি আস্তানা এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা এএসআই কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোটাররা এখান থেকে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছেন। তবে বাড়ি ফেরার সময় আমরা তাদের নিরাপত্তার স্বার্থে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিচ্ছি। তারা সেভাবেই যাচ্ছেন।’

/পিএইচসি/ইএইচএস/এসএনএইচ/