৩০ দলের মহাজোট গঠন করবো: এরশাদ

ভোলা জাতীয় পার্টির দ্বি-বাষির্ক সম্মেলনে হুসেইন মুহম্মদ এরশাদ

জাতীয় পার্টিকে শক্তিশালী করতে ৩০টি দল নিয়ে মহাজোট গঠনের কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘মহাজোট গঠন করলেও আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করবো না। এ সরকার অনেক উন্নয়নের কাজ করেছে। আমাদের উদ্দেশ্য, দেশের উন্নয়ন করা। এ দিক থেকে আমরা বর্তমান সরকারকে সমর্থন করে যাবো।’

শুক্রবার (৭ এপ্রিল) ভোলার বাংলা স্কুল মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বাষির্ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘তারা মানুষকে নির্যাতন করেছে, পুড়িয়ে মেরেছে। এমন দলের সরকার চাই না। যে সরকার জনগণের পাশে থেকে উন্নয়ন করবে সেই সরকারকে আমরা সমর্থন জানাবো।’

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টিকে দেশের অন্যতম শক্তিশালী দল বানাবো। মৃত্যুর আগে দেখে যেতে চাই, দলটি আবার ক্ষমতায় এসেছে।’

জেলা জাতীয় পার্টির আহবায়ক কেফায়েত উল্লাহ নজীবের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন- দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, বাবু সুনিল শুভ রায়সহ অনেকে।

/এমএ/