বরগুনায় ৫ ইউপিতে ভোট গ্রহণ শুরু

Barguna Pic 16-04হামলা-মামলা, সহিংসতার আশঙ্কার মধ্য দিয়ে শুরু হয়েছে বরগুনার তালতলী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ। রবিবার সকাল ৮টায় এ ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাদের মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আর নির্বাচনে সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের।

জানা গেছে, তালতলীর ৫টি ইউনিয়ননির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৫১ জন  ও সাধারণ সদস্য পদে ১৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। ৫ ইউনিয়নে মোট ৫২ হাজার ৪৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ২৬ হাজার ১৪ ও নারী ২৬ হাজার ৪৫৮জন।

এছাড়া ৫টি ইউনিয়নের ৪৫টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ চলবে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে প্রতি ২২ জন করে ফোর্স মোতায়েন আছে। এছাড়াও পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, কোস্ট গার্ডের ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্সও রয়েছে নির্বাচনি এলাকায়। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, গোয়েন্দা সংস্থার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাঠে রয়েছে।

/এসএনএইচ/