জামালপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১০২

জামালপুরজামালপুরে পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ১০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতার হওয়াদের মধ্যে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন (পিপিএম)।
জেলা পুলিশ সুপারের নির্দেশে শুক্রবার (২১ এপ্রিল) সকালে শুরু হয় পুলিশের এই বিশেষ অভিযান। শনিবার (২২ এপ্রিল) সকাল পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকে। অভিযানে শনিবার সকাল পর্যন্ত ১০২ জনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। এখন থেকে জেলায় মাদক ও সন্ত্রাস নির্মূল করতে মাঝে মধ্যেই এ ধরনে বিশেষ অভিযান চালানো হবে।’ এ অভিযান আগামী শুক্রবার (২৮ এপ্রিল) পর্যন্ত চলমান থাকবে বলে জানান তিনি।
/টিআর/এপিএইচ/

আরও পড়ুন: 

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ