পটুয়াখালীতে ভুয়া ডাক্তার গ্রেফতার, ১ লাখ টাকা জরিমানা

পটুয়াখালী

পটুয়াখালীতে গণেশ চন্দ্র শীল নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। শনিবার বিকেলে শহরের পাওয়ার হাউজ সড়কের কিওর মেডিকেল সাভিসেস ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি লতিফা জান্নাতী ওই ভূয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেছেন।

পটুয়াখালী র‌্যাব-৮ এর ক্যাম্প কমান্ডার মো. সুরত আলম জানান, ব্যবস্থাপত্র দিয়ে রোগীর সাথে প্রতারনা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাওয়ার হাউজ সড়কের কিওর ম্যাডেেিকল সার্ভিসেস ক্লিনিকে অভিযান চালিয়ে গণেশ চন্দ্র দাস নামের এক ভূয়া ডাক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে হাজির করা হলে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেছেন বিচারক।

পটুয়াখালী জেলা বাউফল উপজেলার কাছিপাড়া এলাকার মৃত হরলাল শীলের পুত্র গণেশ। সংশ্লিষ্ঠ কাগজপত্র ছাড়াই তিনি দীর্ঘদিন যাবত রোগীর ব্যবস্থাপত্র দিয়ে প্রতারণা করে আসছিলেন।
/এমএইচ/