গিলাবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গিলাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাইদুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাইদুল ইসলাম ভোলাহাট উপজেলার শিকারী গ্রামের এরফান আলীর ছেলে।

লে. কর্নেল রাশেদ আলী বলেন, ‘আন্তর্জাতিক সীমান্ত পিলার ২০১ এর সাব পিলার ৫/৮ এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে সাইদুল ইসলাম মারা যান। পরে সাইদুল ইসলামের বাড়ির সামনে গভীর রাতে কে বা কারা তার মরদেহ রেখে যায়। তবে মরদেহের তলপেটের ডানদিকে গুলির চিহ্ন পাওয়া গেছে।’ এ ঘটনায় আজ  (সোমবার) ৫৯ বিজিবির পক্ষ থেকে ৮২ বিএসএফের আদমপুর ক্যাম্পে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, ময়নাতদন্তের জন্য নিহত সাইদুলের মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন বলেও তিনি জানান।

/এমএ/