বিয়ানীবাজারে বিএনপি প্রার্থী এগিয়ে, চূড়ান্ত ফল স্থগিত

সিলেট

সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় ৯টি কেন্দ্র থেকে পাওয়া প্রাথমিক ফলাফলে বিএনপি প্রার্থী আবু নাছের পিন্টু এগিয়ে রয়েছেন। জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হলে ১০টি কেন্দ্রের মধ্যে ৩নং কসবা সরকারি প্রাথমিক স্কুলের কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে এই পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়। রাতে ৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মনির হোসেন।

মনির হোসেন জানান, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি সমর্থিত প্রাথী আবু নাছের পিন্টু পেয়েছেন ৩ হাজার ৬২৫ ভোট। আর তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আব্দুস শুকুর নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৭১। তিনি আরও বলেন, ‘স্থগিত ভোটকেন্দ্রের কারণে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা যাচ্ছে না। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পাওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

/এমএ/