রাজশাহীতে জামায়াতের ২ নেতাকর্মী গ্রেফতার

রাজশাহীনাশকতার পরিকল্পনার অভিযোগে মাদক ব্যবসায় জড়িত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জামায়াতে ইসলামীর দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে এ খবর নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সি।
গ্রেফতার হওয়া জামায়াতের দুই নেতাকর্মী হলেন— গোদাগাড়ী পৌরসভার রামনগর মহল্লার সৈয়বুর রহমানের ছেলে হায়দার আলী (৪০) ও সিঅ্যান্ডবি গড়েরমাঠ এলাকার মঞ্জুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩৫)। তাদের মধ্যে হায়দার আলী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক সেক্রেটারি। আর জামায়াতকর্মী রবিউল পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
ওসি হিফজুর আলম বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তারা জামায়াতের নেতাকর্মী হলেও থানায় মাদকের গডফাদার হিসেবে তালিকাভুক্ত। তাদের বিরুদ্ধে পুরনো মামলাও আছে। তারা দু’জনই জামায়াতের রাজনীতির পাশাপাশি মাদক ব্যবসায় জড়িত।’
আরও পড়ুন-


রাজশাহীতে সহকারী পুলিশ কমিশনারের ঝুলন্ত লাশ উদ্ধার

বেওয়ারিশ হিসেবেই শিবনগরের চার জঙ্গির লাশ দাফন

চার জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন, আবুর লাশ হস্তান্তর

/এসএমএ/টিআর/