ঈশ্বরদীতে যৌথ অভিযানে ইউপি চেয়ারম্যানসহ পাঁচ জন আটক

 

চাঁপাইনবাবগঞ্জে মোবারকপুর ইউপি চেয়ারম্যান জেল হাজতে

পাবনার ঈশ্বরদীতে র‌্যাব, ডিবি ও পুলিশের যৌথ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও তার ছেলেসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার গভীর রাতে আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক বিশ্বাস, তার ছেলে যুবলীগ কর্মী রকি বিশ্বাস, ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লবের তিন ভাই মিজানুর রহমান স্বপন, ফারুক হোসেন জীবন ও আনোয়ার হোসেন লিটন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, 'সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজে আধিপত্য বিস্তারের জন্য ঠিকাদারের কাজে বাধা দেওয়াসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় এই অভিযান শুরু হয়েছে। চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে শনিবার রাতে আওয়ামী লীগ নেতা গোলজার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাসসহ যুবলীগের বেশ কিছু নেতার বাড়িতে অভিযান চালানো হলে তাদের পাওয়া যায়নি। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পাবনা র‌্যাব-১২ কার্যালয়ে নেওয়া হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার জানান, সাম্প্রতিক সময়ে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজে আধিপত্য বিস্তার, ঠিকাদারদের কাজে বাধা প্রদানসহ বিভিন্ন বিষয়ে দখলদারিত্ব ও সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িত থাকায় এ ৫ জনকে আটক করা হয়েছে। অভিযানের সময় ইউপি চেয়ারম্যানের ছেলে রকি বিশ্বাসের কাছ থেকে ৩০ রাউন্ড পিস্তলের গুলি ও ৫ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

/জেবি/

 আরও পড়তে পারেন: জঙ্গি দমনের নামে নির্বিচারে ক্রসফায়ার চলছে: ফখরুল