বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি জেলা

ঝালকাঠি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডে পাশের হারে এগিয়ে রয়েছে ঝালকাঠি জেলা। এ জেলার পাশের হার ৮২ দশমিক ৭৮ ভাগ। বরিশাল বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ঝালকাঠি জেলায় ১৬৮টি বিদ্যালয়ের মোট ৮ হাজার ৭৭৫ জন ছাত্রছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ২৭২ জন। এর মধ্যে ৩ হাজার ২৭৮ ছাত্র ও ৪ হাজার ৪ জন ছাত্রী রয়েছে।

সূত্র আরও জানায়, এবার ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ১৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন ও জিপিএ-৪ পেয়েছে ৯৫ জন। সরকারি হরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৪ জনের মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন ও জিপিএ-৪ পেয়েছে ১৩৬ জন।

/এমএ/