জেলখানা বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর হয়ে গেছে: মির্জা আব্বাস

বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মির্জা আব্বাসবর্তমান সরকারের আমলে কারাগার বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন গণতন্ত্র অবরুদ্ধ হয়ে গেছে। বিএনপির স্লোগান দিয়ে মাঠে নামলে আগে পুলিশ লাঠিচার্জ করত, এখন গুলি চালায়। তাতেও না হলে মায়ের কাছ থেকে ধরে এনে গুম করে দিচ্ছে। ইলিয়াসসহ বিএনপির প্রায় পাঁচ হাজার নেতাকর্মী নিখোঁজ রয়েছে। আর জেলখানা তো এখন বিএনপি নেতাকর্মীদের বাড়ি ঘর হয়ে গেছে।’
শুক্রবার (৫ মে) সন্ধ্যায় বরিশালে মহানগর বিএনপির আয়োজনে অশ্বিনী কুমার হলে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য প্রভুদের নির্দেশে গুম-খুন-হত্যা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে কর্মী সমাবেশে মির্জা আব্বাস বলেন, ‘এই সরকারের আমলে যারা গুম-হত্যা-খুনের সঙ্গে জড়িত, তাদেরও বিচার করা হবে। বিনাবিচারে কেউ পার পাবে না।’
বরিশালে বিএনপির কর্মী সমাবেশের মঞ্চে উপস্থিত অতিথিরাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘অন্য সব সরকারের মতো এই সরকারও চিরস্থায়ী নয়। তাদেরও এক সময় ক্ষমতা ছাড়তে হবে, নির্বাচন দিতে হবে। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে হালকা লেভেল প্লেয়িং ফিল্ডের ধোঁকা দিয়ে নির্বাচন কোনও পরিস্থিতিতেই গ্রহণযোগ্য হবে না।’
তবে বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করতে শুরু করেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘আগামীতে বিএনপিকে আওয়ামী লীগের পলায়নবার্ষিকী পালন করতে হবে।’
কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও বরিশাল মহানগর বিত্রনপির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারে সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবীব কামাল, বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ হোসেন তালুকদার, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন প্রমুখ।

আরও পড়ুন-

বাবার কোলে চড়ে পরীক্ষা দিয়েও পাস করেছে নাইস

তামাক ছেড়ে ভুট্টা, কুষ্টিয়ায় চাষীদের মুখে হাসি

/টিআর/