বরিশাল জেলা ছাত্রলীগের নিখোঁজ নেতাকে উদ্ধার

জনি জমাদ্দারবরিশাল জেলা ছাত্রলীগের নিখোঁজ ধর্মবিষয়ক সম্পাদক জনি জমাদ্দারকে (৩৫) উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় নগরীর নথুললাবাদ থেকে জনিকে উদ্ধার করে শুক্রবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কোতয়ালী থানার এসআই সমীরন মণ্ডল বলেন, ‘জনি গত ২৫ দিন ধরে চট্রগ্রামের সীতাকুণ্ডের একটি এলাকায় লুকিয়ে ছিল। পুলিশ মোবাইল ট্রাকিং করে তার অবস্থান নিশ্চিত হয়। পরে জনি চট্রগ্রাম থেকে বরিশাল আসছে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে নথুললাবাদ থেকে তাকে উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘জনি অপহরণ হয়নি। স্ত্রীর কাছ থেকে টাকা আদায় করতে জনি নিজেই একটি চক্রের যোগসাজশে নিখোঁজ নাটক সাজায়।’

কোতয়ালী থানা পুলিশের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ‘জনি নিজেই আত্মগোপনে ছিল, আবার স্বেচ্ছায় ফিরে এসেছে। এর আগেও সে এ ধরনের ঘটনা ঘটিয়েছিল। এবার সে যদি এ ধরনের কাজ করে তবে পুলিশ কোনও দায় নেবে না।’

জনির স্ত্রী লাবনী বেগম সাংবাদিকদের জানিয়েছিলেন, গত ৯ এপ্রিল বেলা ১১টার দিকে জনি তার মা-বাবার সঙ্গে দেখা করার জন্য নিজের বাসা থেকে বের হয়ে যান। এরপর আর বাসায় ফেরেননি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে গত ৯ এপ্রিল কোতয়ালী থানায় জিডি করেছিলাম।

তিনি আরও বলেন, কয়েক দিন ধরে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে বলা হয়, জনি তাদের জিম্মায় আছে। ২ লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে।

/এসএনএইচ/