বিএনপির ভিশন ২০৩০ আ.লীগের নকল: খালিদ মাহমুদ চৌধুরী

চাঁপাইনবাবগঞ্জের পৌরপার্কের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন খালিদ মাহমুদ চৌধুরী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া ‘ভিশন ২০৩০’-কে নকল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘বিএনপির ভিশন ২০৩০ আওয়ামী লীগের নকল, যা দিয়ে দেশের কোনও উন্নয়ন হবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটে।’

মঙ্গলবার (২৩) চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত পৌরপার্কের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সমাজ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে হবে। জামায়াত- শিবির, বিএনপি জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে নিরীহ মানুষ হত্যা করে দেশে অরাজকতা সৃষ্টি করেছিল। তাদের সমূলে উৎপাটন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনও বিকল্পই নেই। তাই আগামীতেও নৌকার বিজয়ের জন্য কাজ করুন।’

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংসদ সদস্য আব্দুল ওদুদ, সংসদ সদস্য মুহা. গোলাম রাব্বানী, সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মঈনুদ্দিন মন্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবু নজর খাঁন বৃটিশ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল মাহমুদ খান খান্নাসহ অনেকে।

/এমএ/