সালথায় আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

ফরিদপুর

ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (২৮ মে) সকালে উপজেলার লক্ষনদীয়ায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সরোয়ার মাতুব্বর (৩২) লক্ষনদীয়ার মৃত খাদেম মাতুব্বরের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া হাফিজুদ্দিনের সমর্থকদের সঙ্গে গট্রি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর সর্মথকদের দুই ঘন্টাব্যাপী সংর্ঘষ হয়। এসময় দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষই একে অপরকে হামলা করে। সংঘর্ষ থামাতে পুলিশ ১৫৭ রাউন্ড রাবার বুলেট ও ৬২ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।

এসআই জিল্লুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এমএ/