জাককানইবিতে ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার

মাহফুজুর রাজ্জাক অনিক, নূরে রাব্বি মুরাদ এবং মো. নয়ন মন্ডল

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রাজ্জাক অনিক, সহ-সভাপতি নূরে রাব্বি মুরাদ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নয়ন মন্ডলকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শুক্রবার (২ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাহফুজুর রাজ্জাক অনিক, নূরে রাব্বি মুরাদ এবং মো. নয়ন মন্ডলকে বহিষ্কার করা হয়েছে।’

কেন্দ্রীয় ছাত্রলীগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি

এ ব্যাপারে জাককানইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, ‘ছাত্রলীগ কখনও সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দিবে না। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ছাত্রলীগ নীতি এবং আদর্শের মধ্যে যে সিদ্ধান্ত নিবে সেটাই আমাদের পথেয়।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মাহফুজুর রাজ্জাক অনিক, নূরে রাব্বি মুরাদ এবং মো. নয়ন মন্ডল হলে নির্ধারিত সিটের বাইরে আরও সমর্থক ধরে রাখতে অতিরিক্ত ২৯টি আসন দাবি করে আসছিল। আর তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় হলের প্রভোস্ট মুহাম্মদ রুহুল আমীন এবং আবাসিক শিক্ষক সঞ্জয় কুমার মুখার্জিকে তারা নানা ধরনের হুমকি দিয়ে আসছিল। এতে অগ্নিবীণা ছাত্রহলের প্রভোস্ট গত ৩১ মে ত্রিশাল থানায় এই তিন নেতার বিরুদ্ধে হুমকির অভিযোগে এনে সাধারণ ডায়েরি করেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার অগ্নিবীণা ছাত্রহল থেকে আজীবন তাদের আবাসিক সিট বাতিল করা হয়।

/এমএ/