X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৪, ০৩:০০আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৪:১২

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাটি কাটার সময় অতিরিক্ত 'গরমে অসুস্থ হয়ে' লতিফা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। লতিফা বেগম উপজেলার বকুয়া ইউনিয়নের নারগুন গ্রামের মৃত মোকসেদুলের স্ত্রী।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের সিংহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তাহের বলেন, অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজ পান তার দেবর ইলিয়াস। সোমবার সকালে দেবরের পরিবর্তে শ্রমিক হিসেবে কাজে আসেন লতিফা। রাস্তা সংস্কারে মাটি কাটার কাজ করছিলেন। দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অন্য শ্রমিকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

অন্য শ্রমিকদের বরাত দিয়ে চেয়ারম্যান আরও বলেন, ওই নারী শ্রমিক কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। কিছুদিন আগে ওই নারীর স্বামীও হৃদরোগে মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামীমুজ্জামান বলেন, ধারণা করছি অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। হিটস্ট্রোক থেকে বাঁচতে হলে রোদের পিক টাইমগুলো এড়িয়ে চলতে হবে।

ঠাকুরগাঁওয়ে আবহাওয়া অফিস না থাকায় জেলার আজকের তাপমাত্রার সঠিক তথ্য না পাওয়া গেলেও কৃষি বিভাগের তথ্যমতে, আজ জেলায় তাপমাত্রা ৪০ ছুঁয়েছে।

হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ বলেন, নারী শ্রমিক লতিফা বেগমের মরদেহের সুরতহাল রিপোর্টের পর হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। স্বজনদের আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমদ বলেন, তীব্র তাপপ্রবাহে তিনি মাটি কাটার কাজ করছিলেন। ধারণা করছি, তাপপ্রবাহ সহ্য না হওয়ায় জ্ঞান হারিয়ে ফেলেন এবং স্ট্রোক করেন। হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান তিনি। আমি খবর জানার পর মৃতের অন্য কোনও সমস্যা ছিল কি না সেটা তদন্ত করারও নির্দেশ দিয়েছিলাম। তবে সংশ্লিষ্টরা আমাকে যে তথ্য জানান, তাতে মনে হচ্ছে, মৃত্যুর কারণ হিটস্ট্রোক। এ ক্ষেত্রে প্রখর রোদের মধ্যে বয়স্কদের সাবধানে কাজ করার পরামর্শ দিচ্ছি আমরা।

/এএম/এনএআর/
সম্পর্কিত
নীলফামারীর উত্তরা ইপিজেডে চার শ্রমিক অগ্নিদগ্ধ, একজনের মৃত্যু
বিদ্যুতায়িত গেট ছুঁয়ে প্রাণ গেলো হোটেল কর্মচারীর
নৌকা থেকে পড়ে নিখোঁজ জেলে, দুই ঘণ্টা পর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
এক ঠিকানায় সব সেবা দিতে শুরু হচ্ছে ‘নাগরিক সেবা’
এক ঠিকানায় সব সেবা দিতে শুরু হচ্ছে ‘নাগরিক সেবা’
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া দুই আসামির একজন গ্রেফতার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া দুই আসামির একজন গ্রেফতার
শেখ হাসিনাসহ দুজনকে কারণ দর্শানোর নির্দেশ ট্রাইব্যুনালের
শেখ হাসিনাসহ দুজনকে কারণ দর্শানোর নির্দেশ ট্রাইব্যুনালের
চার বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: চাচাতো ভাইয়ের যাবজ্জীবন
চার বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: চাচাতো ভাইয়ের যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
কাভার্ডভ্যানে করে পাচার হচ্ছিল সোফা-চেয়ার-টেবিল, অভিযানে গাড়ি রেখে পালালো চালক
কাভার্ডভ্যানে করে পাচার হচ্ছিল সোফা-চেয়ার-টেবিল, অভিযানে গাড়ি রেখে পালালো চালক
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
সব শর্ত মেনে কোনও ঋণ নয়: অর্থ উপদেষ্টা
সব শর্ত মেনে কোনও ঋণ নয়: অর্থ উপদেষ্টা