গোবিন্দগঞ্জে সাঁওতাল তরুণীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা

গাইবান্ধা জেলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক সাঁওতাল তরুণীকে (১৯) ধর্ষণ চেষ্টার ঘটনায় চিনিকলের নিরাপত্তা প্রহরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুরে ওই তরুণী বাদী হয়ে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই মামলা করেন। একই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. মহিবুবুল হক সরকার মোহন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন- চিনিকলের নিরাপত্তা প্রহরী মাদারপুর গ্রামের হালিম শেখ (২৮), চিনিকলের জমির লিজ গ্রহীতা রুহুল আমিন (৩৫) ও আব্দুল লতিফ (৩৫)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শনিবার বিকালে ওই তরুণী সাঁওতাল পল্লীর মাদারপুর-জয়পুরপাড়ায় খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া অসহায়-দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ দেওয়ার জন্য তালিকা তৈরির কাজ করছিলেন। পরে তিনি মাদারপুর থেকে পায়ে হেঁটে জয়পুরপাড়ায় যাওয়ার পথে ধর্ষণ চেষ্টার শিকার হন।

পিপি মো. মহিবুবুল হক সরকার মোহন জানান, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রাশেদা সুলতানা এজাহার আমলে নিয়ে ওই নারীর জবানবন্দি গ্রহণ করেছেন। এছাড়া মঙ্গলবার মামলার আদেশের দিন ধার্য করেন।

/এমএ/