মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ পাঁচ জামায়াত নেতা আটক

আটককক্সবাজারের মহেশখালীতে ঈদকে কেন্দ্র করে নাশকতার চেষ্টার অভিযোগে অস্ত্র ও গুলিসহ জামায়াতের পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪টি এলজি বন্দুক, ২টি ৫ ফুট লম্বা কিরিচ, সাড়ে ৩ ফুট লম্বা ৬টি কিরিচ ও ৬টি কার্তুজ উদ্ধার করা হয়।

মঙ্গলবার ভোরে মহেশখালী উপজেলার শাপালপুর ইউনিয়নের মুকবেকীর গোদারপাড়ায় এ অভিযান চালানো হয়।

আটক জামায়াত নেতারা হলেন- আশরাফ হোসাইন টিপু, মো. হানিফ, শফিউল আলম, মো. শহিদুল্লাহ এবং আতাউর রহমান । তারা সবাই শাপলাপুর ইউপির ‍মুকবেকীর বাসিন্দা এবং জামায়াতের ইউনিয়ন ও উপজেলার দায়িত্বশীল নেতা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ  জানান, ‘শাপলাপুর ইউপির প্রধান ঈদ জামাতের আগে উপজেলা আমীরের ছোট ভাই সাদ্দাম ও জামায়াতের একদল সক্রিয় সদস্য ঈদগাহ মাঠে প্রকাশ্যে অস্ত্র নিয়ে লোকজনকে ধাওয়া করে। খবর পেয়ে পুলিশ গেলে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে তারা গোপন বৈঠক করে নতুন করে নাশকতার পরিকল্পনা কারলে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে  অস্ত্র ও নাশকতার পরিকল্পনার দায়ে মামলা করা হয়েছে।’

/এসএনএইচ/